ঢাকা এয়ারপোর্টে ডকুমেন্ট ফুল কন্টাক্টে ক্লিয়ারিং চুক্তি হলে এক টাকাও অতিরিক্ত দাবি করা হবেনা । তবে ডেমারেজ মানে আপনার পণ্য কুরিয়ারের গোডাউনে থাকা বাবদ যে চার্জ ২০০ টাকার অতিরিক্ত হবে সেটা আপনাকে পরিশোধ করতে হবে। অনেকেই এই কথাটা আমাদের জিজ্ঞাসা করেন। ডেমারেজ আবার কি? কুরিয়ারের গডাউনে আপনার পণ্য থাকা বাবদ আপনাকে পোর্টে চার্জ প্রদান করতে হবে। এটা কুরিয়ার কোম্পানি নিয়ে থাকে।
কুরিয়ার থেকে আপনাকে কি কি ডকুমেন্ট দিবে ?
যখন কুরিয়ারে বিদেশ থেকে কোন পণ্য আমদানি করবেন তখন কুরিয়ার থেকে আপনাকে কল দিয়ে বলবে আপনি যদি কুরিয়ার কোম্পানি দিয়ে ক্লিয়ারিং করতে চান তাহলে আপনাকে এত টাকা দিতে হবে। তবে তারা কোন প্রকার সঠিক দাম বলতে পারবেনা। কিছু টাকা জমা দিলে তারা কাজ শুরু করবে আর বাকিটা ট্যাক্স পেপার, তাদের খরচ আর ডেমারেজ জানিয়ে দিলে সেই বিলটা দিয়ে পণ্য নিয়ে আসতে হবে।
কুরিয়ার থেকে আপনাকে দিবে
১। হাউজ এয়ারওয়ে বিল ।
২। মাস্টার এয়ারওয়ে বিল ।
৩। কমার্শিয়াল ইনভয়েস।
৪। মেনিফিস্ট ।
৫।পাকিং লিস্ট ।
আর আমাদের মাধ্যমে পণ্য আপনার সাথে যদি ফুল ডকুমেন্ট কন্টাক্টে হয় তবে অগ্রিম কোন টাকা দিতে হবেনা । ডকুমেন্ট ক্লিয়ারিং হলে এয়ারপোর্ট এসে মাল হাতে পেয়ে টাকা দিবেন। আর যদি মিসেলিয়ান্স কন্তাক্ট হয়, অর্থাৎ সি অ্যান্ড এফ খরচ এবং কমিশন দিবেন আমাদের বাকি রিসিপ্টেবল আপনারা দিবেন তাহলে পেপার ফাইনাল হলে সমস্ত টাকা পরিশোধ করতে হবে।
ডকুমেন্টের কোন তথ্য গোপন করে বা বিকৃত করে যদি আমাদের কাছে হস্তান্তর করা হয় তবে কন্টাক্টের রেট ধরে রাখা সম্ভব হবে না। যদি কম্পানি নামে পণ্য আসে তবে ভ্যাট সার্টিফিকেট লাগবে ১০০% আর যদি ব্যাক্তি নামে আসে তবে জাতীয় পরিচয় পত্রের ছবি দেয়া লাগবে।
এয়ার পোর্টে ছোট যে সমস্ত স্যাম্পল আসে সেগুলি আমরা খুব কম খরচে করে দিয়ে থাকি। তবে বড় স্যাম্পলের ক্ষেত্রে আমরা চুক্তি ভিত্তিক কাজ করে থাকি।