কোন পোর্টে সিএনএফ খরচ কত হয় এটা নিয়ে অনেক আমদানিকারকরা কনফিউশনে থাকেন । সিএন্ডএফ খরচ আসলে কত হবে তা নিয়ে বিস্তারিত জানাবো। বাংলাদেশে অনেক গুলি পোর্ট রয়েছে । যেমন ঢাকা এয়ারপোর্ট , চট্টগ্রাম সি পোর্ট, বেনাপোল ল্যান্ড পোর্ট । আপাতত এই কয়েকটা পোর্টের খরচ আপনাদের কে জানিয়ে দিচ্ছি । কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি সেটা কমবেশি হতে পারে।
যেমন ধরুন ঢাকা এয়ারপোর্টে যদি আপনি কোন পণ্য আমদানি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে দুইটা মাধ্যমে পণ্য আমদানি করতে পারেন। আপনি হয়তোবা ডিরেক্ট বিমানে আনতে পারেন সেটা কে আমরা এক নম্বর গেট বলি এবং অথবা কুরিয়ারে নিয়ে আসতে পারেন । আপনি যদি ১ নম্বর গেটে কোন পণ্য নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার খরচ মোটামুটি ২৫ থেকে ৩০ হাজার টাকা ধরে নিতে হবে ।২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হতে পারে এটা একদম নরমাল প্রোডাক্ট এর ক্ষেত্রে । যেসব পণ্য আপনি একদম লিগ্যাল ভাবে নিয়ে আসছেন।
আপনি যদি কুরিয়ারে কোন প্রোডাক্ট নিয়ে আসেন সেটার জন্য আপনাকে ১০০০ থেকে ২০০০ টাকা সিএন্ডএফ খরচ দেওয়া লাগতে পারে। আবার যদি কুরিয়ারে আপনি এলসি করে নিয়ে আসেন সে ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ থাকতে পারে।
এবার আসুন চট্টগ্রাম সি পোর্ট এর কথা । যদি চট্টগ্রাম পোর্টে নিয়ে আসেন সেক্ষেত্রে আর প্রথম কন্টাইনার নিয়ে আসেন এক্ষেত্রে আপনাকে ২৫ থেকে ৩০ হাজার টাকার মতো খরচ লাগতে পারে । এর পরে দ্বিতীয় কন্টেইনার গুলো চার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবেন । একসাথে যদি কয়েকটা কন্টেইনার থাকে তবে খরছ কমতে থাকবে ।
আবার যদি একটা কন্টাইনারের অর্ধেক বা কিছু মাল নিয়ে আসলেন। সে ক্ষেত্রে আপনারা ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ থাকতে পারে । তবে এক্ষেত্রে সিএনএফ কে কমিশন দেওয়া লাগবে । আপনার প্রোডাক্ট অ্যাসেসমেন্ট ভ্যালু রয়েছে সেটার উপরে কমিশন দেয়া লাগতে পারে সেই কমিশন হয়তো ৫০ পয়সা বা এক টাকা হতে পারে ।
বেনাপোল এবং চিটাগাং এর সি এন্ড এফ খরচ মোটামুটি সেম।
আপনি যদি কুরিয়ারে কোন প্রোডাক্ট নিয়ে আসেন সেটার জন্য আপনাকে ১০০০ থেকে ২০০০ টাকা সিএন্ডএফ খরচ দেওয়া লাগতে পারে। আবার যদি কুরিয়ারে আপনি এলসি করে নিয়ে আসেন সে ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ থাকতে পারে।
এবার আসুন চট্টগ্রাম সি পোর্ট এর কথা । যদি চট্টগ্রাম পোর্টে নিয়ে আসেন সেক্ষেত্রে আর প্রথম কন্টাইনার নিয়ে আসেন এক্ষেত্রে আপনাকে ২৫ থেকে ৩০ হাজার টাকার মতো খরচ লাগতে পারে । এর পরে দ্বিতীয় কন্টেইনার গুলো চার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবেন । একসাথে যদি কয়েকটা কন্টেইনার থাকে তবে খরছ কমতে থাকবে ।
আবার যদি একটা কন্টাইনারের অর্ধেক বা কিছু মাল নিয়ে আসলেন। সে ক্ষেত্রে আপনারা ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ থাকতে পারে । তবে এক্ষেত্রে সিএনএফ কে কমিশন দেওয়া লাগবে । আপনার প্রোডাক্ট অ্যাসেসমেন্ট ভ্যালু রয়েছে সেটার উপরে কমিশন দেয়া লাগতে পারে সেই কমিশন হয়তো ৫০ পয়সা বা এক টাকা হতে পারে ।
বেনাপোল এবং চিটাগাং এর সি এন্ড এফ খরচ মোটামুটি সেম।