সাধারণত আমরা যখন ব্যাংকে গিয়ে একটা এলসি করি তখন আমাদের আমদানি পণ্যের এগিনেস্টে ব্যাংক থেকে সাপ্লাইয়ারের নামে একটা এলসি ওপেন করে। সাপ্লায়ার কে জানিয়ে দেওয়া হয় যে পন্যটি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটির মূল্য আমাদের ব্যাংকে জমা রয়েছে । বায়ার কে তোমারা পণ্যটি পাঠিয়ে দিতে পারো।
এরপর পণ্যটি যখন আপনি কাস্টমস থেকে ক্লিয়ারেন্স করে একটা বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট নোটিশ ব্যাংকে জমা দেবেন তখন ব্যাংক থেকে আসে সাপ্লাইয়ারের ব্যাংকে বলে দেওয়া হবে যে তুমি সাপ্লায়ার কে টাকাটা দিয়ে দিতে পারো আমার কাস্টমার পণ্যটি ক্লিয়ার করে নিয়েছে এবং পণ্যের কোন সমস্যা বা ত্রুটি নেই সেটি কাস্টমার তাদেরকে জানিয়েছেন।
তো এই ধরণের এলসির ক্ষেত্রে সাধারণত আপনাকে পুরা টাকাটাই হচ্ছে ব্যাংকে জমা দিতে হবে । যদি ব্যাংকে টাকা জমা না দেন সে ক্ষেত্রে ব্যাংক এল সি ওপেন করবে না।
তাহলে এলসি মার্জিন টা কি? এলসি মার্জিন হলো, ব্যাংক থেকে যখন আপনি এলসি করবেন তখন আপনাকে একটা সুযোগ দেবে যে আপনি ১০-৫০ শতাংশ এলসি মার্জিন পাবেন অর্থাৎ আপনি যে এলসি টা করবেন সে এলসির পণ্যের মূল্যের ৫০ পার্সেন্ট আপনি ব্যাংকে পেমেন্ট করবেন। অর্থাৎ আপনি যদি ২০ লাখ টাকার পণ্য আমদানি করেন সেক্ষেত্রে মাত্র ১০ লাখ টাকা আপনি ব্যাংকে পরিশোধ করবেন। বাকি টাকাটা পেমেন্ট করবেন যখন আপনার পণ্যটি পোর্টে আসবে ।
এই যে মধ্যবর্তী সময়টাতে কিন্তু আপনার এলসির টাকাটা দেওয়া লাগতেছে না । আপনার একটা কন্টেইনার বাংলাদেশে আসতে প্রায় এক থেকে দেড় মাস সময় লেগে যায় । এই সময়টাতে কিন্তু আপনি ওই বাকি টাকাটা আপনার ব্যবসায় কাজে লাগাতে পারেন। এই সিস্টেমটাকেই এলসি মার্জিন বলা হয় । এল সি মার্জিনের মাধ্যমে যারা বড় বড় ধরনের ইমপোর্ট করেন তারা অনেক সুবিধা পেয়ে থাকেন । যেমন কেউ যদি ৫ কোটি থেকে ১০ কোটি টাকার মতো এল সি করেন সে ক্ষেত্রে দেখেন সেখানে কিন্তু তারা অর্ধেক টাকা দিয়েই ব্যাংক থেকে এলসি করেন। এত বিশাল এমাউন্টের টাকা টা তাদের ২-৩ মাস ব্যাংকে ফেলে রাখতে হচ্ছে না।
এরপর পণ্যটি যখন আপনি কাস্টমস থেকে ক্লিয়ারেন্স করে একটা বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট নোটিশ ব্যাংকে জমা দেবেন তখন ব্যাংক থেকে আসে সাপ্লাইয়ারের ব্যাংকে বলে দেওয়া হবে যে তুমি সাপ্লায়ার কে টাকাটা দিয়ে দিতে পারো আমার কাস্টমার পণ্যটি ক্লিয়ার করে নিয়েছে এবং পণ্যের কোন সমস্যা বা ত্রুটি নেই সেটি কাস্টমার তাদেরকে জানিয়েছেন।
তো এই ধরণের এলসির ক্ষেত্রে সাধারণত আপনাকে পুরা টাকাটাই হচ্ছে ব্যাংকে জমা দিতে হবে । যদি ব্যাংকে টাকা জমা না দেন সে ক্ষেত্রে ব্যাংক এল সি ওপেন করবে না।
তাহলে এলসি মার্জিন টা কি? এলসি মার্জিন হলো, ব্যাংক থেকে যখন আপনি এলসি করবেন তখন আপনাকে একটা সুযোগ দেবে যে আপনি ১০-৫০ শতাংশ এলসি মার্জিন পাবেন অর্থাৎ আপনি যে এলসি টা করবেন সে এলসির পণ্যের মূল্যের ৫০ পার্সেন্ট আপনি ব্যাংকে পেমেন্ট করবেন। অর্থাৎ আপনি যদি ২০ লাখ টাকার পণ্য আমদানি করেন সেক্ষেত্রে মাত্র ১০ লাখ টাকা আপনি ব্যাংকে পরিশোধ করবেন। বাকি টাকাটা পেমেন্ট করবেন যখন আপনার পণ্যটি পোর্টে আসবে ।
এই যে মধ্যবর্তী সময়টাতে কিন্তু আপনার এলসির টাকাটা দেওয়া লাগতেছে না । আপনার একটা কন্টেইনার বাংলাদেশে আসতে প্রায় এক থেকে দেড় মাস সময় লেগে যায় । এই সময়টাতে কিন্তু আপনি ওই বাকি টাকাটা আপনার ব্যবসায় কাজে লাগাতে পারেন। এই সিস্টেমটাকেই এলসি মার্জিন বলা হয় । এল সি মার্জিনের মাধ্যমে যারা বড় বড় ধরনের ইমপোর্ট করেন তারা অনেক সুবিধা পেয়ে থাকেন । যেমন কেউ যদি ৫ কোটি থেকে ১০ কোটি টাকার মতো এল সি করেন সে ক্ষেত্রে দেখেন সেখানে কিন্তু তারা অর্ধেক টাকা দিয়েই ব্যাংক থেকে এলসি করেন। এত বিশাল এমাউন্টের টাকা টা তাদের ২-৩ মাস ব্যাংকে ফেলে রাখতে হচ্ছে না।