SRO
SRO
SRO হলো এক ধরনের বিশেষ সরকারি আদেশ । এই আদেশ বলে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স মাউকুপ করে থাকেন। যেমন ধরুন কোনো সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আপনি কোন মেশিন নিয়ে আসলেন বা কোন একটা প্রোডাক্ট যেটা সেবার কাজে ব্যবহৃত হয়।

এখন সেবামূলক প্রতিষ্ঠান পণ্যের ক্ষেত্রে যদি কমার্শিয়াল পণ্যের মত অধিক ট্যাক্স ধরা হয় তবে সেটা তো জন বিরোধী হয়ে যায় । সেজন্য সরকার সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এস আর ও করে সেটা সংসদে পাস করা হয় যে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হবে না।

এখন সেবামূলক প্রতিষ্ঠান যদি কোটি কোটি টাকার পণ্য নিয়ে আসে সে ক্ষেত্রেও কিন্তু সরকার কোন ধরনের টেক্স তাদের থেকে নিবেন না।

আবার ধরুন ১০০ শতাংশ export-oriented যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরও কিন্তু ট্যাক্স এর প্রয়োজন হয় না । তাদের প্রোডাক্ট এর ক্ষেত্রে কিন্তু সরকার ট্যাক্স মউকুপ করে দিয়েছে । কারন তাদের পণ্য দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। আবার মেশিনারি আইটেমের ক্ষেত্রে যারা উৎপাদনমুখী মেশিনারি নিয়ে আসেন তাদের কিন্তু ট্যাক্স এর প্রয়োজন হয় না। সে ক্ষেত্রে সরকার এস আর ও করে দিয়েছে যে তারা মাত্র ১১ শতাংশ বা ৩ শতাংশ ট্যাক্স দিয়ে তাদের প্রোডাক্ট ক্লিয়ারিং করে নিতে পারবেন। প্রতি বছর এস আর ও আপডেট বই বের হয় ।

আপনারা চাইলে বইগুলো কিনে পড়ে নিতে পারেন এবং সেখান থেকে আপনাদের প্রতিষ্ঠান যদি কোন ধরনের ট্যাক্স ছাড় থাকে তাহলে তার সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *