HS Code বের করার সহজ পদ্ধতি
HS Code বের করার সহজ পদ্ধতি
ট্যাক্স নিয়ে সবাইকে কমবেশী ঝামেলায় পড়তে হয় ৷ আসলে আমরা যদি পন্যের সঠিক HS code জানতে পারি তাহলে যে কোন পন্যের ট্যাক্স বের করা সহজ হবে৷

পন্যের ট্যাক্স বের করতে আপনার প্রথম পর্বে জানতে হবে HS বের করার সহজ পদ্ধতি নিয়ে ৷ বিশ্বে আমদানী রপ্তানি যোগ্য সকল পন্যের একটি HS Code থাকে ৷

এবার আপনার পন্যের ইংরেজি নামটি দিয়ে গুগলে HS Code সার্স করুন ৷ যেমন কলমের HS কোড সার্স করবেন "pen HS code" লিখে ৷ jauba নামে একটি ভারতীয় ওয়েবসাইট আছে তারা মোটামুটি উপমহাদেশীয় HS কোড গুলি দেখাবে ৷

এর পর আপনি কাস্টমসের একটা টেরিফ বই আছে সেটি ক্রয় করতে হবে। ওয়েবসাইটে পাওয়া HS কোডের সাথে টেরিফ বইয়ের HS কোডের সাথে মিলিয়ে নিন ৷ মনে রাখবেন অনলাইনের সব সংখ্যা সঠিক নাও মিলতে পারে ৷ আপনি কাছাকাছি কোন একটা মিলিয়ে নিবেন ৷

এবার HS কোডের সাথে এর ডান পাশে দেখবেন TTI লেখা আছে ৷ সেই সংখ্যার পরিমান টাকাই আপনাকে শতকরা হিসাবে কাস্টমস ট্যাক্স পরিশোধ করতে হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *