DDP Shipment হলো ডেলিভারি ডিউটি পেমেন্ট শিপমেন্ট। সাধারণত বিদেশ থেকে পণ্য পাঠানো হলে সাপ্লায়ার সেই পণ্যের ট্যাক্স পেমেন্ট করে থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা পসিবল হয়না কারণ হচ্ছে বাংলাদেশ টেক্স স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন হয়। বাংলাদেশের ক্ষেত্রে আপনি কখনোই এইচএস কোড অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করতে পারবেন না কারণ হচ্ছে আমরা এক ধরনের টেক্স ধারণা করে থাকি কিন্তু ফাইনাল টেক্স হয় অন্য ধরনের । টেক্স নির্ভর করে আমাদের কাস্টমস অফিসারদের মন মানসিকতার উপর। কাস্টমস চাইলে ভ্যালু বাড়াতে বা কমাতে পারে । কিন্তু বিদেশের ক্ষেত্রে এটা হয় না । বিদেশে টেক্স স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী ডিউটি পেমেন্ট করা যায়।
সাধারণত ইন্ডিয়া থেকে অনেকে DDP Shipmentদিয়ে পণ্য নিয়ে আসে । কিন্তু সেই শিপমেন্ট বাংলাদেশে আসার পর কাস্টম ক্লিয়ারেন্স করে নিতে হয় সেক্ষেত্রে অনেক টাকা ট্যাক্স চলে আসে।
সাধারণত ইন্ডিয়া থেকে অনেকে DDP Shipmentদিয়ে পণ্য নিয়ে আসে । কিন্তু সেই শিপমেন্ট বাংলাদেশে আসার পর কাস্টম ক্লিয়ারেন্স করে নিতে হয় সেক্ষেত্রে অনেক টাকা ট্যাক্স চলে আসে।