হাউস এয়ার ওয়ে বিল (HAWB)
হাউস এয়ার ওয়ে বিল (HAWB)
হাউস এয়ার ওয়ে বিল (HAWB) এবং ডিও (DO) কি? সাধারণত আমরা যখন বিমানে পণ্য নিয়ে আসি তখন সবগুলি পণ্য একটা মাস্টার এয়ার ওয়ে বিলের এগেনেস্টে অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসা হয় সেই মাস্টার এয়ার ওয়ে বিলের এগেনস্টে অনেকগুলো হাউস এয়ার ওয়ে বিল হয় । হাউস এয়ার ওয়ে বিল সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট এর ক্ষেত্রে হয়ে থাকে।

হাউস এয়ার ওয়ে বিল ফ্রেইট ফরওয়ার্ডার এন্ট্রি করে থাকেন । তারা তাদের প্রোডাক্টগুলো একটা মাস্টার এয়ার ওয়ে বিলের এগেনেস্টে নিয়ে আসেন এবং সেগুলোকে প্রত্যেক কাস্টমারের জন্য হাউস এয়ার ওয়ে বিল তৈরি করেন এবং প্রত্যেকটা এয়ার ওয়ে বিল থেকে তারা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা ফি নিয়ে থাকেন। \n \n

ডি ও (DO) একই ধরনের হয়ে থাকে । আপনি যখন একটা প্রোডাক্ট আমদানি করে নিয়ে আসবেন তখন সেই শিপিং লাইন এর কাছ থেকে আপনার ডিও নিতে হবে অর্থাৎ ডেলিভারি অর্ডার নিতে হবে । শিপিং লাইন এর প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে একটা ফ্রি টাইম থাকে যেমন কেউ ১০ দিন কেউ ১৪ দিন দিয়ে থাকে। \n \n

যদি এই ফ্রি টাইম এর মধ্যে আপনি প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করে নেন সে ক্ষেত্রে কিন্তু আপনাকে কোন ধরনের শিপিং বিল দিতে হবে না আর যদি ফ্রি টাইমের এর বেশি হয়ে যায় তাহলে আপনাকে ডি ও (DO) বিল ছারাও পোর্ট বিল দিতে হবে।

এছাড়াও আপনি যদি অল্প পরিমাণে আমদানি করেন অর্থাৎ এল সি এল পণ্য আমদানি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিউ বাবদ ৪০০০-৫০০০ টাকা প্রদান করতে হবে। পণ্য ডেলিভারির আগে শিপিং লাইনস থেকে এই ডিও টা নিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *