বিল অফ এন্ট্রি হচ্ছে, আপনি যখন কোনো c&f কে আপনার পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্স করতে দিবেন, তখন সে আপনার পেপারগুলো কাস্টমসে একটা সফটওয়্যার আছে এসে কোডা ওয়ার্ল্ড নামে সেখানে সে পেপার এন্ট্রি করবে। এরপর সেই ডাটাগুলোকে প্রিন্ট আকারে বের করা হবে এবং সেই পেপারটাকে বিল অব এন্ট্রি বলা হয়। বিল অফ এন্ট্রি তে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ।
যেমন প্রোডাক্টের ভ্যালু কত, প্রোডাক্টের এইচএস কোড কত, টোটাল ট্যাক্স কত ইত্যাদি। এটা আসলে আপনি যদি অ্যাডভান্স লেভেলের আমদানিকারক হন সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনার বুঝার প্রয়োজন হবে এবং এটা দিয়ে আপনি ট্যাক্সের বিষয়গুলো ভালো ভাবে বুঝতে পারবেন। কিন্তু নরমালি আমদানিকারকের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি বুঝাটা একটু ডিফিকাল্ট হবে।
যেমন প্রোডাক্টের ভ্যালু কত, প্রোডাক্টের এইচএস কোড কত, টোটাল ট্যাক্স কত ইত্যাদি। এটা আসলে আপনি যদি অ্যাডভান্স লেভেলের আমদানিকারক হন সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনার বুঝার প্রয়োজন হবে এবং এটা দিয়ে আপনি ট্যাক্সের বিষয়গুলো ভালো ভাবে বুঝতে পারবেন। কিন্তু নরমালি আমদানিকারকের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি বুঝাটা একটু ডিফিকাল্ট হবে।