পণ্যের ট্যাক্স হিসাব করতে ২% অতিরিক্ত
পণ্যের ট্যাক্স হিসাব করতে ২% অতিরিক্ত
পণ্যের ট্যাক্স হিসাব করতে ২% অতিরিক্ত ট্যাক্স যোগ করতে হবে। ধরুন কোন একটা প্রোডাক্টের ২৬ শতাংশ হচ্ছে টেক্স। এখন এই ২৬ শতাংশ ট্যাক্সের সাথে ২ শতাংশ যোগ করতে হবে।

যারা হচ্ছে আমদানি-রপ্তানির সাথে জড়িত তারা বিভিন্ন সময়ে হিসাব করেন হচ্ছে কাস্টমসের যে এইচএস কোড দেওয়া আছে ওটা দিয়ে। কিন্তু এক্ষেত্রে আপনাকে আরো টু পার্সেন্ট যোগ করতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল ফ্রেইট এবং ইন্সুরেন্স । এটা সাধারণত নেওয়া হয় এজন্য যে আপনি যে দেশের ভিতরে প্রোডাক্টটা পরিবহন করবেন কাস্টমস থেকে বের করে আপনার ব্যবসাস্থল পর্যন্ত নিয়ে যাবেন সেক্ষেত্রে মালের কোনরকম সমস্যা হলে কাস্টম সেটার নিশ্চয়তার জন্য ইন্সুরেন্স সিকুরিটি এবং নিশ্চয়তা দিয়ে থাকবে।

কিন্তু আদতে এটা সরকার কখনোই দেয় নাই কিন্তু আমাদের থেকে টাকাটা কেটে নেয়। সুতরাং আমাদেরও কিন্তু এই দুই শতাংশ করে ট্যাক্স যোগ করে ট্যাক্স হিসাব করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *