কাস্টমস ডাটা শীট
কাস্টমস ডাটা শীট
কাস্টমস ডাটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এর জন্য কাস্টমসে একটা এসেসমেন্ট ভ্যালু নির্ধারণ হয়ে থাকে। যেমন মেশিনারি আইটেমের ক্ষেত্রে চিটাগং পোর্টে অ্যাসেসমেন্ট ভ্যালু হবে ৩ ডলার। তার মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন সেটার ওয়েট এর সাথে ৩ ডলার দিয়ে গুণ করে সেই ভ্যালুটা হবে কাস্টমস অ্যাসেসমেন্ট ভ্যালু।

প্রত্যেকটা প্রোডাক্ট আমদানি হওয়ার সাথে সাথে কাস্টমসে একটা অ্যাসেসমেন্ট ভ্যালু ডাটা সেভ হয়ে থাকে। যখনই নতুন কোন প্রোডাক্ট অ্যাসেসমেন্ট হয় তখনি ঐ ডাটা টা দেখে নতুন প্রোডাক্ট অ্যাসেসমেন্ট করা হয়।

এক্ষেত্রে রিসেন্ট তিন মাসের যে ডটা থাকে সেটা ধরেই হচ্ছে অ্যাসেসমেন্ট করা হয়।

আপনি চাইলে একটা পণ্য আমদানি করার আগে এই ডাটা শীট নিয়ে আপনার প্রশ্নটা নিয়ে রিসার্চ করতে পারেন সেটার কত ভ্যালু তে অ্যাসেসমেন্ট হবে। কাস্টমসের এই ডাটা শিট এর জন্য আপনাকে একটা ফি দিতে হবে। আমাদেরকে আপনার পণ্যের HS Code, Description মেইল করলে আমরা হচ্ছে মেইলে আপনাদেরকে সেই কাস্টমসের ডাটা শিক্ষা প্রদান করব। প্রত্যেকটা ডাটা শিট এর জন্য ২০০০ টাকা ফি দিতে হবে এর পরে আমরা কাস্টমসে আবেদন করে সেখান থেকে আপনাদেরকে ডাটা শিক্ষা প্রদান করবো।

আমাদের ইমেইলঃ md.sahfiullah08@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *