About Us

About us

shafiullah

প্রিয় ভিজিটর আপনাকে ধন্যবাদ আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য । আমি মোঃ সফিউল্লাহ ২০১১ সাল থেকে আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত।

২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স শেষ করি । ২০১৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে হাদিস শরিফে মাস্টার্স শেষ করি। ২০১৯ সালে UIU ( United Internation University ) থেকে Human Resource Management (HRM) এ পোষ্ট গ্রাজুয়াট ডিগ্রি সম্পন্ন করি। চায়না থেকে স্পোর্টস আইটেম আমদানি করে ব্যবসা শুরু করি ২০১১ সালে

চায়না, আলিবাবা থেকে পণ্য আমদানি নিয়ে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে আমাদের।

সি অ্যান্ড এফ নিয়ে কাজ শুরু করি ২০১৬ সাল থেকে । ঢাকা এয়ারপোর্ট এবং চট্টগ্রাম পোর্টে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল অব্দি চাকরি করি । ২০১৯ সাল থেকে নিজেই ব্যবসা শুরু করি। অনেক প্রকার আইটেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আমার।

বর্তমানে ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম পোর্ট, কমলাপুর পোর্ট, পানগাও পোর্টে কাজ করে থাকি। এখন আমরা একটা টিম হিসাবে কাজ করি। সি অ্যান্ড এফ জগত কে পাল্টে দিতে আমাদের প্রচেষ্টা। আপনাকে দেয়া কমিটমেন্ট রক্ষা করার সরবচ্ছ ছেস্টা করে থাকি।

আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোন সময়। ব্যবসায়িক প্রশ্ন চাড়াও যে কোন প্রশ্ন আপনি আমাকে করতে পারেন নির্ভাবনায় । 

Professional Team for you

uisdhfoisdhf
MD.JULHASH KHAN
Art Director

সি অ্যান্ড এফ নিয়ে কাজ করেন ১৯৯৫ সাল থেকে। পোর্ট অপারেশন ডিরেক্টর হিসাবে কাজ করেন আমাদের সাথে। খুবই বিচক্ষণ একজন সি অ্যান্ড এফ। এছাড়া লাইসেন্স বিষয়ে অভজ্ঞ একজন পরামর্শক। অনেক দিন চট্টগ্রাম পোর্ট এবং বেনাপল পোর্টে সি অ্যান্ড এফের কাজ করেন।

MD.SHIFUL ISLAM

CEO / Founder

আমাদের সোশ্যাল এবং অনলাইন কাস্টমার রিলেশন ম্যানাজার হিসাবে কাজ করেন। 

WhatsApp Image 2021-09-28 at 12.56.03 AM
WhatsApp Image 2021-09-28 at 1.01.49 AM
MD. RASHED MOJUMDAR
CEO / Founder

আমাদের সাথে কাজ করেন মার্কেটিং ম্যানেজার হিসাবে।