
আমাদের ক্লিয়ারিং প্রসেস
আপনার সাথে যদি ফুল ডকুমেন্ট কন্টাক্টে হয় তবে অগ্রিম কোন টাকা দিতে হবেনা । ডকুমেন্ট ক্লিয়ারিং হলে এয়ারপোর্ট এসে মাল হাতে পেয়ে টাকা দিবেন। আর যদি মিসেলিয়ান্স কন্তাক্ট হয়, অর্থাৎ সি অ্যান্ড এফ খরচ এবং কমিশন দিবেন আমাদের বাকি রিসিপ্টেবল আপনারা দিবেন তাহলে পেপার ফাইনাল হলে সমস্ত টাকা পরিশোধ করতে হবে।
চট্টগ্রামে কোন ডকুমেন্ট আমাদের দিয়ে প্রসেস করতে হলে আগে আমাদেরকে বি এল, পাকিং লিস্ট, ইনভয়েস দিতে হবে। আমরা আপনাকে সি অ্যান্ড এফ খরচ এবং কমিশন জানিয়ে দিবো। সকল প্রকার রিসেপ্টাবল বিল আপনাকে পে করতে হবে। ডকুমেন্টের
কোন তথ্য গোপন করে বা বিকৃত করে যদি আমাদের কাছে হস্তান্তর করা হয় তবে এটার দায়ভার আমদানিকারক বহন করবে।

কেন আমাদের দিয়েই কাস্টমস ক্লিয়ারিং করাবেন ?
আমাদের অন্যান্য সার্ভিস



Customer comments about us
সি এন্ড এফ জগতে আমার দেখা সবচেয়ে ভালো প্রতিষ্ঠান এরা। খুব ভালো কাজ করে থাকেন। সঠিক সময়ে পণ্য ডেলিভারি আর কথা কাজে উনাদের মিল আছে শতভাগ।
একজন মানুষ যখন খুব বিপদে পড়ে তখন এই প্রতিষ্ঠান ঠিক সেই সময় সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ায়। ব্যবসার লাভ-লোকসানের চিন্তা না করে। অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল। সবাইকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ব্যবসাকে আরোও সমৃদ্ধ করুন।
ধন্যবাদ আপনাদের অসাধারন সেবা দেয়ার জন্য। সময় মত কাজটি করে দেয়াতে আমার অনেক উপকার হয়েছে।